স্টকহোম, ২ অগাস্টঃ খোয়া গেল শতাব্দী প্রাচীন বহুমূল্যের সোনার মুকুট এবং একটি রাজদণ্ড। মনে করা হচ্ছে এই সামগ্রী ছিল ষষ্ঠদশ শতাব্দীর সুইডেনের রাজা নবম কার্ল এবং রানি ক্রিস্টিনার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠদশ শতাব্দীর বেশ কিছু মূল্যবান জিনিসের প্রদর্শনী করা হয় স্টকহোমের একটি গির্জায়। এর মধ্যে ছিল রাজপরিবারের মুকুট দুটিও। সোনার এই মুকুটগুলিতে সাজানো রয়েছে একাধিক বহুমূল্য পাথর ও মুক্ত। সেখানেই দর্শকদের ভিড়ের মধ্যে হাত সাফাই করে দুই চোর। তাদের শনাক্ত না করতে পারলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গির্জা থেকে রুদ্ধশ্বাসে বেরিয়ে মালারেন লেকে স্পিডবোট নিয়ে উধাও হয়ে যায় তারা। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vwPCWf
August 02, 2018 at 06:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন