ঢাকা, ০২ আগস্ট- রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সমর্থন করেছে সারা দেশের মানুষ। তাদের সঙ্গে মাঠে নামতে শুরু করেছেন সাধারণ মানুষও। তারকারাও সোচ্চার হয়েছেন আন্দোলনের শুরুর দিন থেকেই। রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে টানা চার দিন ধরে চলছে ছাত্র বিক্ষোভ। তাদের আন্দোলন নিয়ে বৃহস্পতিবার দুপুরে উই ওয়ান্ট জাস্টিস শিরোনামে নিজের ফেসবুকে একটি লেখা পোস্ট করেছেন জনপ্রিয় উপস্থাপক। হানিফ সংকেত লিখেছেন, এ সপ্তাহে রাজপথে শিশু-কিশোরদের মুখে উচ্চারিত একটি আলোচিত স্লোগান। যা সবারই মনের কথা। এইসব নিয়মিত অনিয়ম, অসঙ্গতি, রাস্তার নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রায়ই আমি বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করেছি। কিন্তু দুভার্গ্যজনক হলেও সত্যি, এগুলো সবার মনের কথা হলেও আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবীর মুখের কথা হয়নি। এরা তাদের দলীয় স্বার্থে সুবিধা আদায়ের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে পত্রপত্রিকায় বিবৃতি দেন। টকশোতে কথার খই ফোটান। হানিফ সংকেত লিখেছেন,কিন্তু এই বৈরী আবহাওয়ার মধ্যেও কখনো বৃষ্টিতে ভিজে, কখনো প্রখর রৌদে দাঁড়িয়ে আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা যখন জীবনের নিরাপত্তা, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা আর ন্যায় বিচারের দাবিতে রাজপথে সোচ্চার-তখন এইসব তথাকথিত বুদ্ধিজীবী, দলীয় সাংবাদিকরা অজ্ঞাত কারণে নিশ্চুপ। এই শিক্ষার্থীদের কাছ থেকে আমাদের অনেকেরই অনেক কিছু শেখার আছে। ওদের প্রতিবাদ দেখে আনন্দে-আবেগে চোখ ভিজে গেছে। আর কোনো হতাশা নয়। ওরাই আমাদের সোনালী ভবিষ্যৎ। আমি নিশ্চিত ওদের হাতেই গড়ে উঠবে আগামী দিনের সুস্থ, সুন্দর, ব্যাধিমুক্ত বিশ্ব সেরা বাংলাদেশ। এ দিকে ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দুপুরে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সঞ্চয়পত্র তুলে দিয়েছেন। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/০২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OChJMo
August 03, 2018 at 12:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top