টেস্টে বিশ্বসেরা বিরাট

নয়াদিল্লি, ৫ অগাস্টঃ আইসিসি ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের শিরোপা পেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।  সচিনের পর প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসির তালিকায় শীর্ষে পৌঁছলেন বিরাট। রবিবার প্রকাশিত হয় আইসিসির শীর্ষতালিকা।

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রান করে কেরিয়ারের ২২তম শতরান করেন বিরাট। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৫১। এর জেরেই আইসিসি র‌্যাঙ্কিং-এ ৯৩৪ পয়েন্টে পৌঁছান যান তিনি। স্মিথের ৯২৯ পয়েন্টকে পেছনে ফেলে দেন তিনি।

২০১১-য় আইসিসি র‌্যাঙ্কিং-এ এক নম্বরে ছিলেন সচিন তেন্দুলকর। তার পর ফের একজন ভারতীয় হিসেবে এই স্থান অর্জন করলেন বিরাট। এর আগে সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগ এবং গৌতম গম্ভীর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং-এ শীর্ষ স্থান অধিকার করেছেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vHW7pw

August 05, 2018 at 03:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top