বার্বাডোজ, ২৬ আগস্ট- সিপিএলে (ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ) বড় জয় পেয়েছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। বার্বাডোজ টাইট্রেন্টসকে ৬ উইকেটে হারিয়েছে তার দল। শনিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত আড়াইটায় ম্যাচটি শুরু হয়। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৭ রান করে বার্বাডোজ। জেসন হোল্ডার মাত্র ৩৫ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ২৬ রান করেন শাই হোপ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় মাত্র ৭ রানের মধ্যে ক্রিস গেইল (০) আর এভিন লুইস (১) সাজঘরে ফিরে যান। দলের এই যখন অবস্থা তখন শক্তহাতে দলের হাল ধরেন ব্রেন্ডন কিং। খেলেন ৪৯ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস। তার এই ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কার মার রয়েছে। এছাড়া ডেভন থমাস ৩২ (২৯ বলে) আর বেন কাটিং খেলেন হার না মানা ২৯ রানের (২১ বলে) ইনিংস। শেষে ইনিংসের ৭ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় পায় মাহমুদউল্লাহর দল। অবিশ্বাস্য বোলিংয়ে পরাজিত দলে থেকেও ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। ৪ ওভার বল করে মাত্র ১ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। এদিন একাদশে থাকলেও দলের হয়ে কোনো অবদান রাখতে পারেননি রিয়াদ। কেননা বল বা ব্যাট করার কোনো সুযোগ পাননি তিনি। দলের হয়ে কোনো ক্যাচ বা রানআউটও করতে পারেননি। এমএ/ ১১:২২/ ২৬ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PCqsyP
August 26, 2018 at 05:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন