৫৭তম মিনিটে দেম্বেলের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে প্রতিপক্ষের কেকো সমতা ফেরান। কিন্তু ভিএআর সেই গোল বাতিল করে দেয়। ভিডিওতে দেখা যায় ভায়াদোলিদের উইঙ্গার অফসাইডে থেকে লক্ষ্যভেদ করেছেন। প্রতিপক্ষের মাঠ বাজে হওয়ায় বার্সা তাদের স্বাভাবিক পাসিংয়ে খেলতে পারেনি। বেশ কয়েকজন খেলোয়াড়কে হতাশ হতে হয়েছে। সাবেক বার্সা অ্যাকাডেমি গোলরক্ষক জর্দি মাসিপ চমৎকারভাবে রুখে দেন লুই সুয়ারেস ও ফিলিপ্পে কৌতিনিয়োকে। কিন্তু দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় সার্জি রবের্তোর বানিয়ে দেওয়া বলে দেম্বেলের শট রুখতে পারেননি মাসিপ। ম্যাচ বার্সার নিয়ন্ত্রণে থাকলেও ভায়াদোলিদ জয়ের জন্য বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে কেকোর হেড সরাসরি চলে যায় বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেরন কাছে। তারপর সুয়ারেস মাসিপকে পরাস্ত করলেও অফসাইডের পতাকা উড়ান লাইন্সম্যান। বদলি মাঠে নামা মালকমের চেষ্টাও প্রতিহত করেন স্বাগতিক গোলরক্ষক। কাউন্টার অ্যাটাকে গিয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি বার্সা। বরং কয়েক সেকেন্ড বাকি থাকতে কেকোর হেড কাছের পোস্ট দিয়ে জালে ঢুকে যায়। কিন্তু প্রযুক্তি তাদের বুনো উল্লাস থামিয়ে দেয়। এই জয়ে কাতালানরা দুই ম্যাচ শেষে শতভাগ সাফল্য ধরে রেখেছে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লা লিগার চ্যাম্পিয়নরা। আর ভায়াদোলিদের অর্জন এক পয়েন্ট। ইএসপিএনএফসি সূত্র: বাংলা ট্রিবিউন এইচ/১১:২৪/২৬ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wtx4Xm
August 26, 2018 at 05:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top