আবেদন খারিজ, সলমনকে একই নির্দেশ যোধপুর আদালতের

যোধপুর, ৪ অগাস্টঃ কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানকে নয়া নির্দেশ দিল যোধপুর আদালত। সলমনকে জানানো হয়েছে, আদালতের অনুমতি ছাড়া তিনি কোনোভাবেই দেশের বাইরে যেতে পারবেন না। ফলে বিদেশ যাত্রার আগে আদালতকে জানিয়ে আদালতের অনুমতি নিয়েই যেতে হবে সলমনকে।

৩ অগাস্ট যোধপুর কোর্টে সলমনের আইনজীবি একটি আবেদন করেন। তিনি জানান, তাঁর মক্কেলকে যেন বিদেশ যাওয়ার সময় আদালতের অনুমতি নেওয়া থেকে অব্যহতি দেওয়া হয়। কিন্তু সলমনকে সেই অনুমতি দেয়নি যোধপুর আদালত। ডিসট্রিক্ট সেশন জাজ চন্দ্রা কুমার জানিয়েছেন, বিদেশে গেলে সলমনকে আদালতের অনুমতি নিয়েই যেতে হবে। ২০ বছর আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হন সলমন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vzQv0s

August 04, 2018 at 06:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top