ঢাকা, ০৪ আগস্ট- ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে খালি হাতে ফেরেনি ক্রিকেটের জনকরা। ভারতের বিপক্ষে নিজেদের ১ হাজারতম টেস্ট খেলতে নেমেছিল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জমে ক্ষীর হয়েছিল এজবাস্টনে। পাঁচদিনের ম্যাচ চতুর্থ দিনের শুরুতেই শেষ। তাতেও যে এতটা উত্তাপ ছড়াবে সেটা ভাবাও কঠিন ছিল। বলা যায়, নিজেদের হাজারতম টেস্টে নিশ্চিত হারের মুখ থেকে জয় নিয়ে মাঠ ছাড়ল স্বাগতিকরা। গত ১ জুলাই এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশরা। ব্যাট করতে নেমে রবি চন্দ্রন অশ্বিন আর মোহাম্মদ শামির বোলিং তোপে প্রথম দিনে ৮৯.৪ ওভারে ২৮৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতেরও একই হাল। বিরাট কোহলির একার ১৪৯ রানের ইনিংসে ২৭৪ রান করে ৭৬ ওভারে। স্যাম কারান ৪ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেয় সফরকারীদের। প্রথম ইনিংসে ১৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে লিড দিতে নেমে ১৬২ রানে ইনিংস শেষ হয় ইংলিশদের। সব মিলে ভারতের সামনে লিড দাঁড়ায় ১৭৫ রানের। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে একাই ৫ উইকেট তুলে নেন ইশান্ত শর্মা। তৃতীয় দিনে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৯১ রানে হারায় ৫ উইকেট। চতুর্থ দিনে বাকি ৮৪ রান নিতে উইকেটে ছিলেন প্রথম ইনিংসের শতক হাঁকানো বিরাট কোহলি। ইংলিশ বোলারদের সামনে এদিন কোহলি ফর্মুলাও আর কাজে দেয়নি। ভারতীয় অধিনায়ক এদিনও করেন অর্ধশত রান। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। জেমস এন্ডারসন ও স্টুয়ার্ট ব্রড নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন কারান ও আদিল রশীদ। দুই ইনিংসে ৮৭ রান ও মোট ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কারান। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/০৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OIV6Gi
August 05, 2018 at 12:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top