একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন সম্ভব নয়ঃ নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ২৩ অগাস্টঃ একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করা সম্ভব নয়। বৃহস্পতিবার ঔরঙ্গাবাদে সংবাদমাধ্যমকে একথা সাফ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত। কারণ হিসেবে তিনি জানান, এর জন্য যথাযথ আইনি পরিকাঠামো নেই ভারতে।

উল্লেখ্য, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও মিজোরামে বিধানসভা নির্বাচন বকেয়া রয়েছে। এ মাসের প্রথম সপ্তাহে বিজেপি ও কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ‘ল কমিশন’-এর সঙ্গে। ওই বৈঠকের পরই জল্পনা তৈরি হয় যে, ২০১৯ সালের এপ্রিল-মে মাস নাগাদ লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই ওই রাজ্যগুলিতে বিধানসভা ভোটও অনুষ্ঠিত হতে পারে।
তাই একইসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন সম্ভব কিনা তা মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয়। ওই প্রশ্নের জবাবে রাওয়াত জানান, ‘এই ব্যাপারে আইন তৈরি করতে জনপ্রতিনিধিরা অন্তত এক বছর সময় নেবেন। প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। সংবিধান সংশোধন বিল তৈরি হয়ে গেলেই নির্বাচন কমিশন বুঝবে যে, কাজ শুরু হয়েছে।’

রাওয়াত জানান, ‘কমিশনে কর্মীসংখ্যা মাত্র ৪০০। এছাড়া ১ কোটি ১১ লক্ষ ব্যক্তিকে নির্বাচনের সময় কাজে লাগানো হয়।’
ইভিএম যন্ত্রের সমস্যা নিয়ে প্রশ্নের জবাবে রাওয়াত বলেন, ‘মাত্র ০.৫ থেকে ০.৬ শতাংশ ইভিএম যন্ত্রের সমস্যার কথা জানা গিয়েছে। যে কোনও যন্ত্রের ক্ষেত্রেই তা গ্রহণযোগ্য।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BF7ynX

August 23, 2018 at 09:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top