রিলায়েন্সের মুকুটে নতুন পালক

নয়াদিল্লি, ২৩ অগাস্টঃ সাফল্যের আরেক পালক যুক্ত হল মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (রিল) মুকুটে। ভারতীয় সংস্থা হিসেবে এই প্রথম কোনো কোম্পানি পেরোল ৮ লক্ষ কোটির মার্কেট ক্যাপ (বাজার মূল্যায়ন)। চলতি বছরে ৩৭ শতাংশ বেড়েছে রিলায়েন্সের শেয়ার দর। বৃহস্পতিবার রেকর্ড দর উঠল রিলায়েন্সের শেয়ারের। ১.৭৮ শতাংশ বেড়ে শেয়ার পিছু দর উঠল ১২৬৯.৪৫ টাকা। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার এ দিনই একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে রিলায়েন্স জিও-র গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে। এই খবর প্রকাশিত হওয়ার পরই এক ধাক্কায বেড়ে যায় রিলায়েন্সের শেয়ার দর। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্সেও এর প্রভাব পড়েছে। শেয়ার বাজার বৃহস্পতিবার বন্ধ হয়েছে ৩৮,৩৩৬.৭৬ পয়েন্টে।
ট্রাই-এর তথ্য বলছে, শুধুমাত্র জুন মাসেই ৯৭ লক্ষ ১০ হাজার গ্রাহক সংখ্যা বেড়েছে রিলায়েন্স জিও-র। বর্তমানে জিও-র গ্রাহক সংখ্যা ২১ কোটি ৫০ লক্ষ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Lk8bTr

August 23, 2018 at 09:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top