জাকার্তা, ২৩ অগাস্টঃ কবাডির ২৮ বছরের ইতিহাসে এশিয়ান গেমস থেকে এই প্রথমবার সোনা না নিয়েই দেশে ফিরতে হবে অজয় ঠাকুরদের। এর আগে এশিয়ান গেমসে কোরিয়ার বিরুদ্ধে ২৪-২৩ স্কোরে হেরে যায় ভারত। আজ ভারতকে ২৭-১৮ গেমে হারায় ইরান। ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।
আজ ভারতের বিরুদ্ধে ইরানের ডিফেন্স ছিল অসাধারণ। তবে অন্যান্য দিনের চেয়ে আজ ভারতের আক্রমণ ছিল অনেকটাই অগোছালো।
১৯৯০ সাল থেকে এশিয়ান গেমসে টানা চ্যাম্পিয়ন ছিল ভারত। গত চার বছরে প্রো কবাডি লিগ আসার পর দেশের প্লেয়াররা সামগ্রিকভাবে উন্নতি করেছে। অজয় ঠাকুর, প্রদীপ নারওয়াল ও মনু গোয়াত এই লিগ থেকেই উঠে এসে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। তবে এই একই লিগে খেলে গেছেন ইরানের প্লেয়াররাও। একই লিগে খেলার কারণে টিমমেটদের শক্তি ও দুর্বলতা হয়ত সামনে চলে এসেছে বলে অনেক বিশেষজ্ঞই। হয়ত তারই সুযোগ নিল ইরান। এমন প্রশ্নই উঠছে সব মহলে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2w8t6Et
August 23, 2018 at 09:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন