ব্র্যাডম্যান-পন্টিংকে টপকে শীর্ষে বিরাট

নয়াদিল্লি, ২৩ অগাস্টঃ আবারও শীর্ষস্থানে বিরাট। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আবার একনম্বরে চলে এসেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। ট্রেন্টব্রিজে প্রথম ইনিংসে বিরাট করেছিলেন ৯৭। দ্বিতীয় ইনিংসে করেন ১০৩ রান। যার ফলে ফের শীর্ষে চলে এলেন তিনি। নটিংহ্যামে ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

নটিংহ্যামে আরও একটি রেকর্ড গড়ে ফেলেছেন ভারত অধিনায়ক। যার সুবাদে তিনি টপকে গিয়েছেন স্যর ডন ব্র‌্যাডম্যান ও রিকি পন্টিংকে। তিনিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র অধিনায়ক যাঁর অন্তত সাতটি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২০০-র বেশি রান রয়েছে এবং প্রতিবারই দল জিতেছে। এই কৃতিত্ব ছ’বার ছিল দুই প্রাক্তন অসি অধিনায়কের। প্রাক্তন ভারত অধিনায়কদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন একবার। বাকি ভারতীয় অধিনায়কদের টেস্টে এই কৃতিত্ব নেই। বিরাট একমাত্র ভারতীয় অধিনায়ক যার অন্তত ১০টি টেস্টে ২০০-র ওপর রান রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Lix3uJ

August 23, 2018 at 08:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top