স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদের এই মৌসুমের হোম ও অ্যাওয়ে জার্সির আত্মপ্রকাশ হয়েছে বেশ আগেই। আর এবার আনুষ্ঠানিকভাবে তৃতীয় জার্সিটার সঙ্গেও পরিচয় হয়ে গেল সমর্থকদের। তবে এই জার্সিটার আলাদা একটা বিশেষত্ব রয়েছে। কারণ, রিয়ালের এই জার্সি বানানো হয়েছে সমুদ্রে ভেসে থাকা প্লাস্টিকের আবর্জনা দিয়ে! মূলত, যেভাবে চারপাশে আবর্জনার পরিমাণ বাড়ছে তার বিরুদ্ধ সোচ্চার হতে এই উদ্যোগ মাদ্রিদের ক্লাবের। সাগরে ভেসে থাকা প্লাস্টিকের আবর্জনা নিয়ে অনেক দিন ধরেই পরিবেশবাদীরা সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছেন। মানুষের ফেলে দেওয়া এই প্লাস্টিকের বোতল ও অন্যান্য সামগ্রী সমুদ্রের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে সক্রিয় ভূমিকা নিচ্ছে। এই কারণে একটা দারুন উদ্যোগ নিয়েছিল একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। ফেলে দেওয়া বোতলগুলো থেকেই তৈরি করেছে বিশেষ এক জার্সি। রিয়াল মাদ্রিদের জন্য। এর আগে ২০১৬ সালে রিয়াল ও বায়ার্ন মিউনিখের ফুটবলাররা নিজ নিজ দেশের লিগে একটি ম্যাচ ঠিক এমনই এক জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন। আর এবার পুরো মৌসুমেই রিয়াল গায়ে থাকবে এ জার্সি। এ জার্সির কলারে একটি স্ট্রিপ থাকছে, তাতে লেখা রয়েছে সাগরের জন্য। এ ব্যাপারে সেই ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা সহযোগিতা পাচ্ছে পারলে ফর দ্য ওশেনএর। সমুদ্রের আবর্জনা থেকে সৃষ্ট জার্সি বানানোর বস্তুটি প্রস্তুতে মূল ভূমিকা রেখেছে পারলে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাইরিল গাশচ জানিয়েছেন, রিয়ালের মতো ক্লাবকে এমন উদ্যোগে সঙ্গী পেয়ে কতটা উচ্ছ্বসিত তারা। আমাদের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা আছে রিয়াল মাদ্রিদের। পৃথিবীজুড়ে ওদের প্রচুর সমর্থক। তাদের কাছে এটা পৌঁছাতে এবং তাদের কাজে ও সিদ্ধান্ত গ্রহণে রিয়াল প্রভাব রাখতে পারবে। তিনি আরও যোগ করেন, এটা চারটি মহাসাগরের টিকে থাকার কথা বলে, চারটি প্রজাতির কথা বলে। সমুদ্রে প্লাস্টিকের আবর্জনা যে ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করছে সেটার কথাও মনে করিয়ে দেয়। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/০৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OhrcYs
August 09, 2018 at 03:27PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন