কয়েক মাস আগেই তিনি রিয়াল মাদ্রিদের ছিলেন। জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। টানা তৃতীয় শিরোপা জয়ের পথে বাধা ছিল জুভেন্তাস। কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য গোল করে তুরিনের ক্লাবটিকে ছিটকে দেন তিনি। অথচ সময়ের সাথে সাথে সেই রোনালদো এখন খেলছেন জুভেন্তাসের জার্সিতে। পাচ্ছেন না গোল। তবে সেই গোলটির জন্য তিনি জিতলেন উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার। গত ১২ মাসে হওয়া উয়েফার প্রতিটি প্রতিযোগিতা থেকে একটি করে মোট ১১টি গোলের সংক্ষিপ্ত তালিকা করা হয়। গত বছর এই পুরস্কার জিতেছিলেন রোনালদোর জুভেন্তাস সতীর্থ মারিও মানজুকিচ। তার আগে ২০১৫ ও ২০১৬ সালে জিতেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পুরস্কারটির জন্য ১ লাখ ৯৭ হাজার ৪৯৬টি ভোট পান রোনালদো, যা অন্য যে কেনো গোলের তুলনা পাঁচ গুণেরও বেশি। দ্বিতীয় সেরা গোল নির্বাচিত হয়েছে ইউরোপা লিগের শেষ আটে লাইপজিগের বিপক্ষে মার্সেইয়ের দিমিত্রি পায়েতের করা গোলটি। পুরস্কার জয়ের পর টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়ে রোনালদো বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ। গোলের ওই মুহূর্তটা কখনোই ভুলব না, বিশেষ করে মাঠে উপস্থিত দর্শকদের সমর্থন। এমএ/ ০৭:০০/ ২৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NussHZ
August 30, 2018 at 01:05AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন