ঢাকা, ২৯ আগস্ট- এশিয়া কাপ খেলবেন সাকিব। অক্টোবরে তার হাতের অস্ত্রোপাচার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের ইচ্ছে ছিল, আঙুলের অস্ত্রোপচারটা আগামী মাসে এশিয়া কাপের সময়ই করে ফেলবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান চেয়েছিলেন, সাকিব এশিয়া কাপটা খেলুন। সাকিবের অস্ত্রোপচার হোক অক্টোবর-নভেম্বরের জিম্বাবুয়ে সিরিজের সময়। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। ১১ আগস্ট অস্ট্রেলিয়ায় ছুটিতে যাওয়ার সময় জাতীয় দলের ফিজিও থিলান চন্দ্রমোহন সাকিবের আঙুলের চোটের মেডিকেল রিপোর্ট সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেগুলো দেখিয়েছেন আঙুলের চোটের বিশেষজ্ঞ শল্যবিদ গ্রেগ হয়কে। তখন শুধু কাগজপত্র আর রিপোর্ট দেখে গ্রেগ কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। গ্রেগ জানান, তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে চান সাকিবের চোটটা সরাসরি দেখে। অস্ত্রোপচারে এই চোট ভালো হওয়ার সম্ভাবনা কতটা, আগে সেটি বুঝতে চেয়েছিলেন তিনি। বোর্ড সূত্রে জানা গেছে, শল্যবিদ গ্রেগ সাকিবের আঙুলের অবস্থা স্বচক্ষে দেখতে চাওয়ার পর মত বদলাতে শুরু করেছেন সাকিব। তিনি এখন এশিয়া কাপ খেলেই গ্রেগের সঙ্গে সাক্ষাতের চিন্তা করছেন। তার আগে অবশ্য হজ থেকে ফিরে চোটের জায়গার একটি এমআরআই করে পাঠাবেন মেলবোর্নে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী এ ব্যাপারে বলেন, শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচে সাকিবকে ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলতে হয়েছে। অস্ত্রোপচার হলে সাকিবকে ছয় থেকে সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন সাকিব। সাথে সাথেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপর ঐ ম্যাচে আর মাঠে নামেননি তিনি। দেওয়া হয়েছিল সেলাই। মার্চে নিদাহাস ট্রফি দিয়ে আবারো ক্রিকেটে ফিরেন সাকিব। তবে এখনো চোট থেকে শতভাগ সেরে উঠতে পারেননি এ অলরাউন্ডার। উইন্ডিজ সফরে ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে মাঠে নেমেছিলেন তিনি। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হব এবারের এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। সূত্র: বিডি২৪লাইভ আর/১৭:১৪/২৯ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LAgb2Q
August 30, 2018 at 12:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন