ঢাকা, ৩০ আগস্ট- পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার (২৯ আগস্ট) রাত ১০ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাকিব। এর আগেই সাকিব খেলবেন এশিয়া কাপে এমন সুখবর দেন বিসিবি। আশঙ্কা ছিল এশিয়া কাপ চলাকালীন সময়ে হাতের অস্ত্রোপচার করাবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করলেন তিনি। ইচ্ছা ছিল হজ শেষে সরাসরি যুক্তরাষ্ট্রে যাবেন সাকিব। সেখানে তার প্রিয়তমা স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলায়না হাসানকে নিয়ে দেশে ফেরার কথা। কিন্তু অস্ত্রোপচারের বিষয়ে আজ বিসিবির সঙ্গে আলোচনা থাকায় বাংলাদেশেই ফিরতে হলো তাকে। আঙ্গুলের চোট থাকায় আসন্ন এশিয়া কাপে খেলার অনিশ্চিত ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেশের কথা চিন্তা করে বুধবার শেষ মুহূর্তে সাকিবের এশিয়া কাপের খেলার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার কারণেই মূলত পরিবার ছাড়াই তাড়াতাড়ি দেশে ফিরলেন এই অলরাউন্ডার। দেশে ফিরে বিশ্রাম শেষে যোগ দেবেন এশিয়া কাপের জন্য প্রাথমিক দলের প্রস্তুতি ক্যাম্পে। তবে কবে যোগ দেবেন প্রস্তুতি শিবিরে সেটা আদৌ জানা যায়নি। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ৩০ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2oklY3n
August 30, 2018 at 03:31PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন