সেন্ট কিটস, ০১ আগস্ট- ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছড়ানোর পর প্রথম টি-টোয়েন্টিতে এসে চরম ধাক্কা খায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে হারতে হয় সাকিব বাহিনীকে। বুধবার (১ আগস্ট) সেন্ট কিটসে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতের শুরুর ৫ রানে দুই ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ। এরপর কিছুটা সামল দেয়ার চেষ্টা করেন লিটন-সাকিব। কিন্তু তারাও বেশি দূর এগোতে পারেননি। ৩৮ রানের ভাঙ্গে তাদের জুটি। ষষ্ট ওভারে এসে টানা দুই ডেলিভািরিতে ফিরে যান সাকিব আর লিটন। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহীম পঞ্চম উইকেটে ৪৭ রানের আরেকটি জুটি গড়েছিলেন। তাই সব মিলিয়ে ২০ ওভারে ১৪৩ রান যোগ হয় বাংলাদেশের ঝুলিতে। আমন্ত্রিত অতিথিদের দেয়া ১৪৩ রান পুরোপুরি টপকাতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। বৃষ্টি আইনে সেটি পরিণত হয় ১১ ওভারে ৯১ রানে। তবে সেই বাঁধা খুব সহজেই টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচে হারের দায়ভার পুরোপুরি ব্যাটসম্যানদের ওপর চাপালেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিনি মনে করছেন, এই ধরণের উইকেটে ৯১ রান ডিফেন্ড করা খুব কঠিন। আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। এমনকি শুরুতে উইকেট হারানোর পর লিটন আর আমি ভালো জুটি গড়লেও পাওয়ার প্লের শেষ ওভারে এসে আমরাও উইকেট হারিয়েছি। মুশফিক-মাহমুদউল্লাহর জুটিটি আশা দেখানোর পর তারাও একইভাবে উইকেট হারিয়েছেন। এমন নিয়মিত উইকেট হারানোতেই ছন্দটা ধরে রাখা সম্ভব হয়নি, মনে করছেন সাকিব, মুশফিক ভাই আর রিয়াদ ভাই ভালো একটি জুটি গড়েছিলেন। তারপর মুশফিক ভাই আউট হয়ে যান। আমরা গুরুত্বপূর্ণ জায়গায় উইকেট হারিয়েছে। এতে ছন্দটা ধরে রাখতে পারিনি। এ কারণেই আমরা বড় স্কোরও করতে পারিনি। আমার মনে হয়, এটা ১৭০-১৮০ রানের উইকেট ছিল। যদি সেটা করতে না পারেন, তবে ফিরে আসা তো কঠিন। দুঃখজনক ব্যাপার হলো,ম্যাচটিতে প্রথম ১০ ওভারেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এ নিয়ে অধিনায়কের বক্তব্য, আমি মনে করি আমরা দ্রুত উইকেট হারিয়েছি। হারের পেছনে এটাই বড় কারণ। আমরা ইনিংসের প্রথম ১০ ওভারেই পাঁচ উইকেট হারিয়ে বসি। আর সেখান থেকে আমাদের ফিরে আসাটা কষ্টকর ছিল। তবে পরবর্তী দুই ম্যাচ নিয়ে বেশ আশাবাদী টাইগার অধিনায়ক। তথ্যসূত্র: গো নিউজ২৪ আরএর/৯.০০/০১ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2n1FS2m
August 01, 2018 at 09:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top