মাথাভাঙ্গা, ১ অগাস্টঃ প্রয়াত হলেন কবি নিত্য মালাকার। বুধবার ভোরে কোচবিহার এমজেএন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের অন্যতম জনপ্রিয় এই কবি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ‘সুত্রাধারের স্বগতোক্তি’, ‘অন্ধের বাগান’, ‘দানা ফসলের দেশে’,‘গীতবিতান প্রসূত রাত্রি এই বৃষ্টিধারা’ সহ বিভিন্ন কাব্যগ্রন্থের রচয়িতা তিনি। তাঁর মৃত্যুতে কোচবিহার জেলা সহ গোটা রাজ্যের সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে। এদিন মাথাভাঙ্গার ১০ নম্বর ওয়ার্ডের তাঁর বাড়ি থেকে মরদেহ নিয়ে রেবতী রমন সেবা সংঘ শহর গ্রন্থাগার ও পঞ্চানন স্মৃতি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে কবিকে শেষ শ্রদ্ধা জানান মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, ডেপুটি ম্যাজিস্ট্রেট অমিত বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা। এদিন মাথাভাঙ্গা শ্মশানে কবির শেষকৃত্য সম্পন্ন হয়।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সাহা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LF1FvD
August 01, 2018 at 03:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন