কেরালায় প্রবল বৃষ্টি ও ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬

তিরুবনন্তপুরম, ১০ অগাস্টঃ প্রবল বৃষ্টি ও ধসে কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। কেরলের ইদ্দুকি সহ পাহাড়ি এলাকাগুলোতে বাড়ছে ভূমিধসের সংখ্যা। একাধিক জায়গায় প্রবল ক্ষতি হয়েছে। তৃতীয়বার সেরাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

টানা পাঁচ দিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে কেরলে। এর জেরেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ইদুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড়, পালাক্কাড় জেলার বিস্তীর্ণ এলাকায়। উদ্ধারকাজে করতে নামানো হয়েছে সেনা জওয়ানদের। জানা গিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর। শুধুমাত্র ইদ্দুকি ও মালপ্পুরম জেলাতেই মৃত্যু হয়েছে ১৭ জনের। ১০,০০০ লোককে উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের ২৪টি বাঁধের দরজা খুলে দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OoRYhG

August 10, 2018 at 11:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top