নয়াদিল্লি, ১০ অগাস্টঃ স্বাধীনতা দিবসের আগে আতঙ্ক ছড়াল রাজধানীতে। দিল্লি বিমানবন্দরে খুব কাছেই একটি ড্রোনের দেখা মেলায় ঘুম ছুটেছে নিরাপত্তারক্ষীদের।
স্বাধীনতা দিবসের আগে দিল্লির আকাশে কোনও উড়ন্ত বস্তু চালানো যাবে না বলে কিছুদিন আগেই নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার রাতে এক পাইলটের চোখে ধরা পড়ে একটি ড্রোন। জানা গিয়েছে, চেন্নাই-দিল্লি ইন্ডিগো উড়ানের পাইলট ড্রোনটি দেখতে পান। এরপরই সতর্ক করা হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে। পুলিশের এক আধিকরারিক জানিয়েছেন, পাইলট এটিসি-কে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকায় তল্লাশি শুরু করা হয়। এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M8npA7
August 10, 2018 at 11:35AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন