মুম্বই, ৭ অগাস্টঃ রবিবার পালঘারের দুই জেলের জালে উঠেছিল পেল্লাই মাপের একটি ঘোল মাছ। পরের দিন সেটিই বাজারে বিক্রি করে হাতে এলো সাড়ে ৫ লক্ষ টাকা। মুম্বই-পালঘার তটরেখায় এত মহার্ঘ মাছ এর আগে জালে ওঠেনি বলেই জানা গিয়েছে।
৩০ কেজি ওজনের এই ঘোল মাছটি ধরেছিলেন মহেশ মেহের এবং তাঁর ভাই ভরত। এই মাছ একদিকে যেমন সুখাদ্য, তেমনই এর বিভিন্ন অঙ্গ নানা রকম ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। একে অনেক সময়ে ‘দ্য ফিশ উইথ আ হার্ট অফ গোল্ড’ বলা হয়ে থাকে। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর ছাড়াও এই মাছ পাওয়া যায় পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার, উত্তর জাপান, পাপুয়া নিউগিনি এবং উত্তর অস্ট্রেলিয়াতে।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M0M4GP
August 07, 2018 at 12:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন