অভিনেত্রী নওশাবার ভাইরাল হওয়া ভিডিওতে তাঁর দেওয়া বক্তব্য নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে রাজধানীতে। কিন্তু আমরা এ ভয়ংকর দেশদ্রোহীর পারিবারিক পরিচয় কি জানি? শোনা যাচ্ছে, নওশাবার চাচা কর্নেল শফি। তার মেয়ে সাবা সালাউদ্দীন কাদের চৌধুরির ছোট ভাই জামালউদ্দিন কাদের চৌধুরীর ছেলের বউ। পারিবারিকভাবে তারা খুবই ঘনিষ্ঠ। একাত্তরের কুখ্যাত রাজাকার সালাহউদ্দিল কাদের চৌধুরীর ফাঁসি তারা কোনভাবেই মেনে নিতে পারেনি। সাকা তাঁদের পারিবারিক অভিভাবক ছিল। আর এই সম্পর্কের খাতিরে এমন গুজব ছড়াতে পারে বলে অনেকে মনে করছে। নওশাবার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলায় চার দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক এ আদেশ দেন। উত্তরা পশ্চিম থানার পুলিশ নওশাবাকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। রিমান্ডের আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গত শনিবার জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার কথা তিনি ছড়ান। নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোতে নওশাবার হাত ছিল। পরিকল্পিত এ গুজব ছাড়ানো ও পরিকল্পনায় সহযোগী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে আসামি নওশাবার পক্ষে জামিনের আবেদন নাকচ করে দেয়া হয়। তথ্যসূত্র: বাংলা ইনসাইডার আরএস/০৮:০০/ ০৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vmw5sa
August 07, 2018 at 06:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top