নয়াদিল্লি, ২২ অগাস্টঃ তিনবারের প্রধানমন্ত্রী, ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানাতে ‘নয়া রাইপুর’-এর নাম বদলে ‘অটল নগর’ করার সিদ্ধান্ত নিয়েছে ছত্তীসগড় সরকার। মুখ্যমন্ত্রী রমন সিং মঙ্গলবার জানিয়েছেন, রাজ্যের একটি ইউনিভার্সিটি, একটি মেডিকেল কলেজ এবং একটি পার্কের নাম প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে নামাঙ্কিত করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ছত্তীসগড়কে আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার পিছনে তাঁর ভূমিকাকে অস্বীকার করা যায় না। সেই কৃতজ্ঞতা থেকেই রাজ্য সরকারের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Bv5H57
August 22, 2018 at 12:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন