বর্ষীয়ান কংগ্রেস নেতা গুরুদাস কামাত প্রয়াত

নয়াদিল্লি, ২২ অগাস্টঃ  প্রয়াত হলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুরুদাস কামাত। দিল্লির এক বেসরকারী হাসপাতালে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩। বুকে ব্যথা শুরু হওয়ায় দ্রুত হাসপাতালে ভরতি করা হয়েছিল কামাতকে। শত চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি তাঁকে। হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।

দীর্ঘদিন সংসদ ছিলেন কামাত। মুম্বইয়ের উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্র থেকে ১৯৮৪, ১৯৯১, ১৯৯৮ ও ২০০৪- পর পর চারবার জিতেছিলেন তিনি। ২০০৯ সালে সাংসদ হন মুম্বই উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তথ্যপ্রযুক্তি মন্ত্রকেরও অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। ২০১১ সালে তিনি মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন।
মু্ম্বই আঞ্চলিক কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি কামাত পেশায় ছিলেন আইনজীবী। বাণিজ্য শাখায় স্নাতক হয়ে আইন নিয়ে পড়াশোনা করেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান সোনিয়া গান্ধি। বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে কংগ্রেসের তরফে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N7PGU2

August 22, 2018 at 12:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top