ঝড়বৃষ্টিতে বেহাল উত্তরের জনজীবন

ওয়েব ডেস্ক, ৬ অগাস্টঃ সোমবার সন্ধ্যায় ব্যাপক ঝড়বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত হয়। ঝড়বৃষ্টির জেরে ময়ানাগুড়ির বার্নিশ, মাধবডাঙ্গা২, পদমতী, হেলাপাকড়ি, ধর্মপুর, জোড়পাখরির মতো এলাকাগুলির বাসিন্দারা বিপাকে পড়েন। ৩১নম্বর জাতীয় সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে ট্রাফিক ওসি মুস্তাফা হুসেনের নেতৃত্বে পুলিশকর্মীরা গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। বৃষ্টিতে বেশ কয়েক জায়গায় গাছের ডাল পড়ে বিদুৎতের তার ছিঁড়ে পরিসেবা বিঘ্নিত হয়। একটি টোটো ও দোকানঘরের উপর গাছ পড়লেও ভাগ্যক্রমে কেউ জখম হননি। কয়েক মিনিটের ঝড়ে মযনাগুড়িতে ফসলেরও ক্ষযক্ষতি হয়। ঝড়ের জেরে রাজগঞ্জ, বাগডোগরার বাসিন্দারা সমস্যায় পড়েন। বাগডোগরায় বিদুৎবাহী তার ছিঁড়ে পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়। পরিস্থিতি সামাল দিতে বিদুৎ বণ্টন সংস্থার কর্মীরা রাতেই তার মেরামতিতে নামেন। শিলিগুড়ির ২৯ নম্বর ওয়ার্ড, এসএফ রোড, হিমাচল সরণি,ভারত সেবাশ্রম সংঘের সামনে গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এনজেপি এলাকায় গাছ পড়ে দুজন জখম হন। ৫ নম্বর ওয়ার্ডে একটি গাড়ির উপর গাছ ভেঙ্গে পড়ে। বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় জলও জমে যায়। ঝড়ে বিদুৎবাহী তার ছিঁড়ে যাওযায় এদিন ফুলবাড়িতে শিলিগুড়ি পুরনিগমের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে সেভাবে জল তোলা যায়নি। এর জেরে মঙ্গলবার জল পরিসেবা নিয়ে কিছুটা সমস্যা দেখা দেয়। মঙ্গলবারও জল পরিসেবা নিয়ে কিছুটা সমস্যা থাকতে পারে বলে মেয়র পারিষদ শরদিন্দু চক্রবর্তী জানিয়েছেন।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M78Agt

August 07, 2018 at 12:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top