ঢাকা, ০৭ আগস্ট- পূর্ণিমা। লম্বা বিরতির পর একসঙ্গে দুটি ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন। একটি জ্যাম, অন্যটি গাঙচিল। নানা কারণে শুটিংয়ের আগেই দুটো ছবি বেশ আলোচিত হয়ে আছে। কারণ, একটির সঙ্গে জড়িয়ে আছে অকাল প্রয়াত নায়ক মান্নার নাম আরেকটির সঙ্গে সরাসরি যুক্ত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আবার দুটো ছবিতেই পূর্ণিমা নির্মাতা হিসেবে পাচ্ছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলকে আর নায়ক হিসেবে থাকছেন ফেরদৌস! লম্বা বিরতি শেষে পূর্ণিমার এই ফেরার পুরোটাই বুঝি কাকতাল অথবা সম্মিলিত সুদূর পরিকল্পনার ফসল। ৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি বসেন তিনজনই-ফেরদৌস, পূর্ণিমা ও নেয়ামুল। যদিও এই বসার কারণ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মাণ প্রতীক্ষিত গাঙচিল ছবির জন্য চুক্তিবদ্ধ হওয়া। চুক্তি স্বাক্ষর শেষে নির্মাতা নেয়ামুল জানান, ছবিটি নোয়াখালীর একটি চরের গল্প দিয়ে সাজানো হচ্ছে। উপন্যাসটি এরমধ্যে যারা পড়েছেন, তারা নিশ্চয়ই অবগত থাকবেন। ছবিটির প্রযোজক হিসেবে থাকছেন যৌথভাবে নায়ক-নির্মাতা দুজনেই। নঈম ইমতিয়াজ নেয়ামুল বললেন, ছবিটির গল্পকার মাননীয় মন্ত্রী মহোদয় চেয়েছেন নায়ক-নায়িকা হিসেবে ফেরদৌস ভাই আর পূর্ণিমা আপুকে। কারণ তিনি মনে করেছেন, তাঁর সৃষ্টি চরিত্র দুটির সঙ্গে এ দুজনকে ভালো মানাবে। আমারও সেরকম ইচ্ছে ছিল। শেষপর্যন্ত আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটলো আজকের এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। এদিকে পূর্ণিমা বললেন, পাঁচ বছর পর ফিরছি। দুটি ছবিতেই নায়ক হিসেবে পাচ্ছি আমার বন্ধু ফেরদৌসকে। পরিচালকও একই। এটা বেশ মজার বিষয়। এখানে (গাঙচিল) আমি এনজিও কর্মীর চরিত্রে, ওখানে (জ্যাম) থাকছি নৃত্যশিল্পীর ভূমিকায়। মানে দুটো আলাদা মেজাজের সিনেমা ও চরিত্র নিয়ে শুরু করছি। আগের মতো এবারও সবার ভালোবাসা প্রত্যাশা করছি। অনুষ্ঠানে জানানো হয়, গাঙচিল এ ফেরদৌস অভিনয় করবেন সাংবাদিকের চরিত্রে। শুটিং শুরু হবে ডিসেম্বর থেকে। সূত্র: বাংলা ট্রিবিউন আর/১২:১৪/০৭ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2M8fUbN
August 07, 2018 at 06:38AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন