রিয়াধ, ৩ অগাস্টঃ বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রিয়াধ থেকে মুম্বইগামী জেট এয়ারওয়েজের একটি বিমান। শুক্রবার টেকঅফের সময় বিমানটি সজোরে ব্রেক কষে রানওয়েতে দাঁড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, ওই বিমানে থাকা ১৪৯ জন যাত্রী নিরাপদ রয়েছেন। ঘটনাটি ঘটেছে রিয়াধের কিং খালিদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরের। 9M523 নম্বরের বিমানটি ১৪২ জন যাত্রী ও সাতজন ক্রুকে নিয়ে রিয়াধ থেকে মুম্বই যাচ্ছিল। টেকঅফের সময় রানওয়েতে কিছু পড়ে থাকতে দেখেন পাইলট। আর তারপরই জোরে ব্রেক কষেন। সঙ্গে সঙ্গে আওয়াজ করে দাঁড়িয়ে যায় বিমানটি। সংশ্লিষ্ট বিমান সংস্থা টুইটে জানিয়েছে, বিমানে থাকা সব যাত্রী নিরাপদে রয়েছেন। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OFwKxa
August 03, 2018 at 05:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন