দু’দিনব্যাপী কালাদিবসের ডাক তৃণমূলের

কলকাতা, ৩ অগাস্টঃ গোটা রাজ্যজুড়ে শনিবার ও রবিবার দু’দিনব্যাপী কালাদাবস পালন করবে তৃণমূল। আজ সাংবাদিক বৈঠকে একথা জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে তৃণমূল কর্মীরা আগামী দু’দিনব্যাপী কালাদিবস পালন করবে। স্লোগান উঠবে দানবিক সরকার আর নেই দরকার।’

তিনি আরও বলেন, ‘অসমের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সংবিধানে নাগরিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবিক দিক থেকে কোনো কিছু দেখা হচ্ছে না। অমর্যাদাকর কাজ করা হচ্ছে। সেই কাজ যদি কেউ দেখতে যায় তাহলে জনপ্রতিনিধিদের উপর দেখানো হচ্ছে আক্রোশ। তাদের থেকে আলাদা রাখা ও সত্য না জানতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর প্রতিবাদেই আমাদের কালাদিবস।’
উল্লেখ্য, অসমে নাগরিকপঞ্জি থেকে বাদ গিয়েছে ৪০ লক্ষ মানুষের নাম। এর প্রতিবাদস্বরূপ অসমে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ৮ সদস্যের প্রতিনিধি দল পৌঁছায় শিলচর বিমানবন্দর। সেখানে সদস্যদের হেনস্থার অভিযোগ ওঠে অসম পুলিশের বিরুদ্ধে। নাগরিকপঞ্জিতে নাম না থাকা মানুষের সঙ্গে দেখা না করেই আজ রাজ্যে ফিরে আসতে বাধ্য হয় প্রতিনিধি দল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M19Stw

August 03, 2018 at 05:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top