নেল্লোর, ২ অগাস্টঃ থানার ভিতরেই প্রচণ্ড প্রহার করা হল এক এসআই ও তিন কনস্টেবলকে। প্রথমে এসআইয়ের উপরই মারধর চালানো হয়। তাঁকে বাঁচাতে গিয়ে প্রহৃত হন তিন কনস্টেবল। বুধবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার একটি থানায়। ডিএসপি জানিয়েছেন, এসআই-এর মাথায় আঘাত লেগেছে। তাঁকে এবং কনস্টেবলদের হাসপাতালে ভরতি করা হয়েছে। অভিযোগ, থানায় এক ব্যক্তিকে ডেকে এনে তাঁর উপর মারধর চালানো থেকেই ঘটনার সূত্রপাত। সূত্রের খবর, নেল্লোরের রাপুরু থানায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে ডেকে আনা হয়েছিল। অভিযোগ, কিছুক্ষণ পরে থানার দরজা বন্ধ করে তাঁকে পেটাতে শুরু করেন এসআই। এই ঘটনার ছবি তুলছিলেন এক কনস্টেবল। ততক্ষণে খবর ছড়িয়ে পড়ায় মারমুখী জনতা ছুটে আসে। তারা থানার বন্ধ দরজা ভাঙতে আঘাত করে। একসময়ে ভেঙেও ফেলে। তারপর এসআইকেই প্রহার করতে শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এসআইকে সাহায্য করতে যায় ওই পুলিশকর্মী। ডিএসপি রামবাবু জানিয়েছেন, যারা থানায় হামলা চালিয়েছে এবং পুলিশকে পিটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OBh9P4
August 02, 2018 at 10:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন