ধসের আগাম সংকেত পাবে সিকিম

নয়াদিল্লি, ২ অগাস্টঃ ভূমিধস নামার আগেই সংকেত পেয়ে যাবে হিমালয় সংলগ্ন সংলগ্ন রাজ্য সিকিম। ২০০ সেন্সরযুক্ত একটি ওয়ার্নিং সিস্টেম খুব তাড়াতাড়ি সিকিমকে দেওয়া হবে। এর ফলে ধস নামের আগেই কর্তৃপক্ষ সজাগ হতে পারবে। এড়ানো যাবে ক্ষয়ক্ষতিও। ধসের পাশাপাশি ভূমিকম্পজনিত সংকেতবার্তা জানা যাবে ওই সিস্টেমের মাধ্যমে। সিকিমে এই ব্যবস্থাটি যৌথভাবে গড়ে তুলবে কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক ও অমৃতা বিশ্ববিদ্যাপীঠম।

উল্লেখ্য, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের সমীক্ষায় পরিকাঠামোগত উৎকর্ষে যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি প্রথম দশে স্থান পেয়েছে, অমৃতা বিশ্ববিদ্যাপীঠম সেই তালিকায় অষ্টম। শিক্ষাপ্রতিষ্ঠানটির সেন্টার ফর ওয়্যারলেস নেটওয়ার্কস অ্যান্ড অ্যাপলিকেশনস-এর অধিকর্তা মনীষা সুধীর জানিয়েছেন, ওয়ার্নিং সিস্টেমটিতে ২০০-রও বেশি সেন্সর থাকায় ভূতাত্বিক পরিস্থিতি নিয়ে যে কোনো ঘটনার আগাম সংকেত পাওয়া যাবে সেখানে থেকে। সিস্টেমের সেন্সর বিভিন্ন তথ্যের সঙ্গে ধস নামার সঠিক সময়ের কথা জানাবে। তথ্যগুলি বিশ্লেষণ করা হবে সিকিমের ফিল্ড ম্যানেজমেন্ট সেন্টারে। বহুস্তরীয় ল্যান্ডস্লাইড ওয়ার্নিং সিস্টেমটি কেরলের মুন্নার জেলায় ইতিমধ্যেই ব্যবহার করা শুরু হয়েছে। তাতে সাফল্যও মিলেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2v9bSWQ

August 02, 2018 at 10:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top