৩০ ঘণ্টা পর কুয়োর ভিতর থেকে উদ্ধার ৩ বছরের শিশুকন্যা

পাটনা, ২ অগস্টঃ প্রায় ৩০ ঘণ্টা কুয়োর ভিতরে আটকে থাকার পর উদ্ধার হয়েছে বিহারের মুঙ্গের জেলার ৩ বছরের শিশুকন্যাটি। বুধবার রাতে জীবিত অবস্থাতেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। তবে ঝুঁকি এড়াতে শারীরিক পরীক্ষার জন্য তাকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। অন্যদিকে, জীবিত অবস্থা শিশুটিকে উদ্ধার করার জন্য রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ধন্যবাদ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

জানা গিয়েছে, বিহারের মুঙ্গের জেলার চইতি দুর্গামন্দির এলাকায় ৩ বছরের শিশুটির নাম সানা। গত মঙ্গলবার সে তার বাবার সঙ্গে মুরগিয়াচক এলাকায় মামারবাড়ি এসেছিল। মঙ্গলবার বিকালে মামারবাড়ির উঠোনে কয়েকজন বালিকার সঙ্গে খেলছিল সানা। হঠাৎই  সে পা পিছলে ওই উঠোনে অবস্থিত ১০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায়।

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MdyNa0

August 02, 2018 at 10:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top