রাশিয়া বিশ্বকাপে নেইমারের অভিনয় নিয়ে সমালোচনা কম হয়নি। প্রাক্তন থেকে বর্তমান, অনেক ফুটবলারই নেইমারের নাটক নিয়ে তুমুল সমালোচনা করেছেন। কিন্তু নেইমারকে এর মধ্যে কখনও সেসব সমালোচনার পাল্টা জবাব দিতে দেখা যায়নি। তবে বিজ্ঞাপনে নেমার জানিয়েছেন, কেন তিনি মাঠে গড়াগড়ি খান। সেই সঙ্গে এই ব্রাজিলীয় তারকা আরও জানিয়েছেন, মাঠে তাকে অন্যায় ফাউলেরও শিকার হতে হয়। আর ৯০ সেকেন্ডের সেই ভিডিও থেকে নেমারের আয় ২ লক্ষ পাউন্ড। সেই ভিডিওতে নেইমার খুব সংক্ষেপে নিজের কথাও জানিয়েছেন হাঁটুতে বুটের আঘাত। মেরুদণ্ডে লাথি। পা মাড়ানো। এই ভিডিওতে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছেন নেইমার! মাঠে নেইমার কেন ডাইভ দেন, তার কারণও ব্যাখ্যা করেছেন ব্রাজিলীয় তারকা। নেইমার তার ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, আপনারা হয়তো মনে করেন আমি অভিনয় করি। মাঝে মাঝে আমি সেটা করি ঠিকই। মাঠে আমাকে ভুগতেও হয়। কিসের মধ্যে দিয়ে আমাকে যেতে হয় মাঠের বাইরে থেকে আপনাদের পক্ষে তা বোঝা সম্ভব নয়। এবারের বিশ্বকাপে নেইমারকে নিয়ে কম আলোচনা হয়নি। তিনি নাকি ইচ্ছাকৃতভাবে মাঠে গড়াগড়ি খান। এর জন্য তাকে কটাক্ষও সহ্য করতে হয়েছে। বিশ্বকাপ শেষ হওয়ার পরেও নিজের অবস্থান পরিষ্কার করার কোনো উদ্যোগ নেননি তিতের দলের ১০ নম্বর জার্সিধারী। তবে ভিডিওর মাধ্যমে নেইমার তার ব্যাখ্যা দিয়েছেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/০২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AuVchO
August 02, 2018 at 02:15PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন