কলকাতা, ০২ আগস্ট- ভারতীয় ক্রিকেটের সঙ্গে রাজনীতির সম্পর্কটা বেশ পুরনো। তারই জের ধরে বারবারই আলোচনায় আসে সৌরভ গাঙ্গুলির নাম। রাজনীতির মাঠে কবে নামবেন এই সাবেক ভারতীয় অধিনায়ক সে প্রশ্ন দেশটির ক্রিড়াঙ্গনে সবসময়ই ছিল। এর আগে গুঞ্জন ছিল, সৌরভ গাঙ্গুলি ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিচ্ছেন। আর এ গুজব বিজেপি দলের সমর্থকরাই রটিয়েছিলেন। তাদের প্রতীক পদ্মফুলের সঙ্গে গাঙ্গুলির ছবি দিয়ে পোস্টার তৈরি করেছিল তারা। সে পোস্টারের ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। তবে ভারতীয় দলের এ সাবেক অধিনায়ক এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি। কিন্তু সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন সৌরভ, আবারও সেই একই প্রসঙ্গ। বিশেষ করে পাকিস্তানের নির্বাচনে ইমরান খানের সাফল্যে প্রাক্তন পাক অধিনায়ককে সৌরভ গাঙ্গুলির শুভেচ্ছা জানানোর পর বিষয়টা আবার সামনে চলে আসে। ইমরান খানকে শুভেচ্ছা জানিয়ে সৌরভ গাঙ্গুলি বলেছেন, এতদিন লড়াই করে এবার তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। ইমরানকে অভিনন্দন। তারই জের ধরে আবারও তাকে প্রশ্ন করা হয় রাজনীতির মাঠে নামবেন কিনা! উত্তরে সৌরভ গাঙ্গুলি জানালেন, আমি রাজনীতি বুঝি না। রাজনৈতিক প্রশ্ন রাজনৈতিক ব্যক্তিকেই জিজ্ঞেস করুন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৭:১৪/০২ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2n5r2I4
August 02, 2018 at 02:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top