জয়সলমীর, ২০ অগাস্টঃ মোটরবাইক র্যালিতে অংশ নিতে গিয়ে মৃত্যু হল কেরলের এক নামজাদা বাইক রেসারের। গত শুক্রবার সকালে জয়সলমীর থেকে ২০০ কিলোমিটার দূরে শাহগড় বুর্জ এলাকায় ওই বাইকারের মৃতদেহ উদ্ধার হয়। পাশেই পড়ে ছিল বাইক। জলের খালি বোতলও ছিল। ডিহাইড্রেশনের কারণে ওই বাইকারের মৃত্যু হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, কেরলের কান্নুরের বাসিন্দা অস্বাক মন কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন। সম্প্রতি জয়সলমীরে একটি প্রতিযোগিতায় অংশ নিতে যান তিনি। শনিবার এই প্রতিযোগিতা শুরু হয়। তার আগে বৃহস্পতিবার জয়সলমীর পৌঁছে বাইক নিয়ে ঘুরতে বেরোন অস্বাক। শুক্রবার তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিলেন অস্বাক। রাস্তায় জলও শেষ হয়ে যায়। তাই তাঁর ডিহাইড্রেশন হয়ে যায়। বাইক থেকে পড়ে যান। শরীরে এক ফোঁটা জল না থাকায় আর উঠে দাঁড়াতে পারেননি। সেখানেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ময়নাতদন্তের পর অস্বাকের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেয়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MZFZH3
August 20, 2018 at 04:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন