নয়াদিল্লি, ২০ অগাস্টঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কেরালায় ধীরে ধীরে কমবে বৃষ্টি দাপট। এর মধ্যেই সোমবার থেকে ফের বিমান পরিসেবা চালু হল কোচিতে। ভারতীয় নৌ সেনা তাদের এয়ারস্ট্রিপ ব্যবহারের অনুমতি দিয়েছে ছোট প্যাসেঞ্জার বিমানগুলিকে। সোমবার সকালে INS Garuda নেভাল এয়ারস্টেশনে অবতরণ করেছে Alliance Air ATR-এর একটি বিমান। জানা গিয়েছে, কোচির প্রধান বিমানবন্দর আগামী ২৬ অগাস্ট পর্যন্ত বন্ধই থাকবে।
কোচিতে নৌ সেনার এয়ারবেস থেকে বিমান পরিসেবা চালু করার অনুমতি দিয়েছে কেন্দ্র এবং সিভিল অ্যাভিয়েশন মন্ত্রকের একটি যৌথ টিম। অ্যালিয়ান্স এয়ারের ৭০ সিটার যে বিমান সোমবার সকালে কোচি পৌঁছেছে, বেঙ্গালুরু ফেরার জন্য তার প্রতিটি আসন নিমেষে বুক হয়ে গিয়েছে। অন্যান্য সংস্থাও বিমান পরিসেবা চালু করবে বলে জানা গিয়েছে। চালু হবে কোয়েমবাটোর এবং মাদুরাই যাওয়ার বিমান পরিসেবাও। এমনটাই টুইট করে জানিয়েছেন, সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী সুরেশ প্রভু।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vZkCiB
August 20, 2018 at 04:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন