২০ কেজি গয়না পরে গোল্ডেন বাবা-র শিব বন্দনা

নয়াদিল্লি, ৭ অগাস্টঃ শ্রাবণ মাসের প্রায় শেষদিকে ২৫টি সোনার চেন সহ ২০ কিলোগ্রাম সোনার গয়না পরে এবারের কানোয়ার যাত্রায় যোগ দিলেন সুধীর মাক্কার ওরফে গোল্ডেন বাবা। ৫৮ বছর বয়সি গোল্ডেন বাবা অবশ্য হাঁটাপথে নয়, বিলাসবহুল গাড়িতে চেপেই সাহিবাবাদ থেকে দিল্লির গান্ধিনগর যাবেন। তারপর ওই এলাকায় অবস্থিত গোল্ডেন বাবা শিবমন্দিরে জল ঢালবেন গোল্ডেন বাবা। তাঁর কথায়, এবছর তাঁর কানোয়ার যাত্রা ২৫ বছর পূর্ণ হল। তাই এই যাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যেই তিনি এবারে কানোয়ার যাত্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করেছেন বলে জানিয়েছেন।

প্রতি বছরই শ্রাবণ মাসে হাঁটাপথে বাবাধাম, গোল্ডেন বাবা মন্দির সহ প্রসিদ্ধ স্থানে শিবের মাথায় জল ঢালতে যান উত্তরাঞ্চলের কানোয়ার সম্প্রদায়ের মানুষেরা। এই যাত্রা-ই কানোয়ার যাত্রা নামে পরিচিত। এই যাত্রার বিশেষ আকর্ষণ হলেন, স্বর্ণালংকার পরিহিত গোল্ডেন বাবা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। গতবছর সাড়ে ১৪ কিলোগ্রাম সোনার গয়না পরেছিলেন তিনি। এবছর পরেছেন ২০ কিলোগ্রাম সোনার গয়না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2nhHchH

August 07, 2018 at 09:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top