বিশ্বনাথে স্ত্রীর সাথে ঝগড়া করে আত্মহত্যা

imagesবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছেন রবীন্দ্র মালাকার (৩৬) নামে এক অটোচালক। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বসতঘরের সিলিং ফ্যানের হুকে গলায় ওড়না পেচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

রবীন্দ্র সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হরিপুর গ্রামের মাখন মালাকারের ছেলে। দীর্ঘ কয়েক বছর ধরে বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজারে একটি ভাড়াটে বাসায় পরিবার নিয়ে বসবাস করে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে টাকা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হয় অটোচালক রবীন্দ্র মালাকারের। এ সময় তিনি স্ত্রীকে বেদম মারপিট করে পাশের একটি বাসাতে পাঠিয়ে দেন। পরে কোনো এক সময় সকলের অগোচরে ফাঁস নেন রবীন্দ্র।

ঘটনাস্থলে যাওয়া থানার এসআই সবুজ কুমার নাইডু বলেন, লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Mqjqv4

August 07, 2018 at 09:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top