টরন্টো, ০৫ আগস্ট- গত ১৯ আগস্ট দুপুর সাড়ে বারোটা নাগাদ টরন্টোর মিসিসাগার Queen Frederica Drive সংলগ্ন একটি কন্ডোমিনিয়ামের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পুলের মাঝখানে ডুবে মারা যান মারুফ হোসেন সাব্বির (৩০)। দুই ঘণ্টা পরে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুপুরের দিকে অনভিজ্ঞ সাঁতারু মারুফ তার বোনকে বলে যে সে সাঁতার প্রাকটিস করতে সুইমিং পুলে যাচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলের পাশের একপ্রান্ত ধরে আছে মারুফ। এরপর ধীরে ধীরে গভীরে যেতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে সে পানিতে তলিয়ে যায়। ঢাকার রামপুরার আকবর হোসেনের একমাত্র ছেলে সাব্বির উইন্ডসর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেন। তিনি কানাডার স্থায়ী বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিসিসাগায় তাকে দাফন করা হয়। আগামী ২৫ আগস্ট মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে ফ্রেডেরিকা ড্রাইভস্থ পার্টি রুমে। সূত্র: সিবিএন২৪ আর/০৭:১৪/২৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wd1fmh
August 25, 2018 at 02:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top