এথেন্স, ২৫ আগস্ট- উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গ্রিসে বাংলাদেশিরা উদ্যাপন করেছেন পবিত্র ঈদ-উল-আজহা। দেশটিতে গত মঙ্গলবার (২১ আগস্ট) ঈদ উদ্যাপিত হয়। বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের উদ্যোগে রাজধানী এথেন্সের কুমুদুরু পার্কে পবিত্র ঈদের নামাজের আয়োজন করা হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশি এখানে নামাজ আদায় করেন। রাষ্ট্রদূত প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সম্প্রীতির আহ্বান জানান। মো. জসীম উদ্দিন তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-আজহার মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রবাসী বাংলাদেশিদের জীবন। তিনি ত্যাগ তিতিক্ষার মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে পরস্পরের প্রতি সহমর্মিতাভিত্তিক সম্পর্ক উন্নয়নের দিকে জোর দেন। প্রধানমন্ত্রীর রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১এর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান। ঈদের জামাতে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতারাসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও আঞ্চলিক সংগঠনের নেতারা। ঈদের জামাতে দেশ ও জনগণের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সূত্র: প্রথম আলো আর/০৭:১৪/২৫ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BJA8EC
August 25, 2018 at 02:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন