চেন্নাই, ৭ অগাস্টঃ ফের স্বাস্থ্যের অবনতি ঘটল ডিএমকে সভাপতি মেথুভেলা করুণানিধির। সোমবার বিবৃতিতে জানিয়েছে কাবেরী হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, বিবৃতি মারফত কাবেরী হাসপাতালের একজিকিউটিভ ডিরেক্টর চিকিত্সক অরবিন্দন সেলভারাজ জানিয়েছেন, ‘বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তাঁর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখা রীতিমতো কঠিন হয়ে পড়েছে। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিত্সায় তাঁর সাড়া দেওয়ার ওপরই নির্ভর করছে তাঁর ভবিষ্যত্ শারীরিক উন্নতি।’ গতকাল সন্ধ্যায় কাবেরী হাসপাতালে গিয়ে করুণানিধির স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িও। তাঁর সঙ্গে কথা হয় করুণা-পুত্র স্তালিন ও কন্যা কানিমোজির। অসুস্থ নেতার স্বাস্থ্যের অবনতির কথা ছড়িয়ে পড়তে হাসপাতালের বাইরে ডিএমকে সমর্থকদের ভিড় জমতে শুরু করেছে। ভিড় সামলাতে হিমশিম পুলিশ।
উল্লেখ্য, গত ২৭ জুলাই তারিখে মূত্রনালীতে সংক্রমণ ও জ্বরের প্রকোপের জেরে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার বিভাগে ভরতি করা হয় ডিএমকে প্রধানকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vL0WxZ
August 07, 2018 at 11:22AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন