কর্নাটক থেকে গ্রেফতার বুদ্ধগয়া ও খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত

বেঙ্গালুরু, ৭ অগাস্টঃ বুদ্ধগয়া এবং বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত মণিরুল শেখ ওরফে মুনিরকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ। সোমবার কর্নাটকের রামনগড় থেকে তাকে গ্রেফতার করে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে। মোস্ট ওয়ান্টেডের তালিকায় নাম রয়েছে জামাত উল মুজাহিদ্দিন বাংলাদেশ (জেএমবি)-এর এই জঙ্গির। ২০১৪ সালের পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল। তেলাঙ্গানা ইন্টেলিজেন্স থেকে খবর পেয়ে তাকে খুঁজছিল কর্নাটক পুলিশ।

জানা গিয়েছে, মণিরুল বাংলাদেশের জামনগরের বাসিন্দা। বাংলাদেশে একটি ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু, সেখান থেকে পালিয়ে এসে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয় সে। বিহার এবং পশ্চিমবঙ্গে বিস্ফোরণের পর প্রথমে কেরালায় পালায়। পরে কর্নাটকে। চলতি বছরেই সে রামনগড়ে আসে। পরিচয় গোপন করতে কোলারের একটি টেকনোলজি ইন্সটিটিউটে চাকরি নেয়। ফাঁদ পেতে তাকে ধরে তদন্তকারী সংস্থা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MdEKqV

August 07, 2018 at 11:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top