রায়পুর, ২৪ অগাস্টঃ প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণসভা চলাকালীন মঞ্চে রাজ্যের দুই মন্ত্রীকে দেখা গেল হাসিঠাট্টা করতে। বৃহস্পতিবার এই ছবি ধরা পড়েছে ছত্তিশগড়ের রায়পুরে। যা নিয়ে শুরু বিতর্ক।
ভিডিয়োটি গতকাল ভাইরাল হয়। সেখানে মঞ্চে বসে থাকতে দেখা যায় ছত্তিশগড়ের কৃষিমন্ত্রী ব্রিজমোহন আগরওয়াল ও স্বাস্থ্যমন্ত্রী অজয় চন্দ্রকরকে। যখন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে মন্ত্রপাঠ চলছিল তখন খোশগপ্পো করতে দেখা যায় তাঁদের। টেবিলে চাপড় মারতেও দেখা যায় চন্দ্রকরকে। তাঁকে চুপ করতে বলেন রাজ্য বিজেপি-র প্রধান ধর্মালা কৌশিক। শোকসভায় ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং-ও।
ভিডিয়োটি ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যায়। ছত্তিশগড়ের কংগ্রেসের জেনেরাল সেক্রেটারি শৈলেশ নীতিন ত্রিবেদী বলেন, ‘অটলজি জীবিত থাকতে তাঁকে অবমাননা করেছিলেন বিজেপি নেতারা। সিনিয়র বিজেপি নেতাদের কাণ্ড দেখে এখন পরিষ্কার হয়ে যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য তাঁদের কতটা সম্মান ছিল। তাঁরা যা করেছেন তা আপত্তিকর।’
তিনি আরও বলেন, ‘অটলজিকে সম্মান করতে না পারলেও অসম্মান করবেন না। অটলজির প্রতি বিজেপি ও রমন সিংয়ের ভালোবাসা কিছুই না। এটা একটা নাটক।’
এই ভিডিয়ো প্রসঙ্গে ছত্তিশগড়ের বিজেপি নেতৃত্বের তরফে কোনো মন্তব্য করা হয়নি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NdGe1t
August 24, 2018 at 01:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন