নয়াদিল্লি, ২৪ অগাস্টঃ একদিকে প্রচন্ড বৃষ্টিতে বন্যাবিধ্বস্ত কেরল। অন্যদিকে অনাবৃষ্টির কারণে খরার আশঙ্কা দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে। কেরল এবং অন্ধ্রপ্রদেশের সমুদ্র তটবর্তী অঞ্চলের বাইরে দক্ষিণ ভারতের অর্ধেকের বেশি জেলায় বৃষ্টির দেখা নেই বললেই চলে।
তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানা এবং রায়ালসীমার মোট ৯৫টি জেলার মধ্যে ৪৭টি জেলায় দেখা গিয়েছে বৃষ্টির ব্যাপক ঘাটতি। ২০ শতাংশের বেশি বৃষ্টির ঘাটতি রয়েছে ৪২টি জেলায় এবং পাঁচটি জেলায় ঘাটতি ৬০ শতাংশের বেশি ছাড়িয়েছে।
সবচেয়ে শোচনীয় অবস্থা রায়ালসীমার। এখানে সবচেয়ে বেশি বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে এখানে(৪২ শতাংশ)। তামিলনাড়ুর ৩২টি জেলার মধ্যে ২২টি জেলাতে রয়েছে বৃষ্টির ঘাটতি।
আবহাওয়াবীদদের দাবি, শক্তিশালী পশ্চিমী বায়ু কেরল এবং তটবর্তী কর্নাটকে ব্যাপক হারে বৃষ্টি নামালেও বঙ্গোপসাগরে তৈরি হওয়া লো প্রেশারের কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্য ভারত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MLpu4O
August 24, 2018 at 02:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন