তিরুবনন্তপুরম, ২৩ অগাস্টঃ বন্যা বিধ্বস্ত কেরালার পুনর্গঠনে সাহায্য করতে চেয়েছে সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)। তবে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, কোনও বিদেশি সরকারের সাহায্যের প্রয়োজন নেই। এই অবস্থায় বিদেশি সাহায্য পেতে উচ্চ পর্যায়ের আলোচনায় বসতে চাইছে কেরালা সরকার।কেরালাকে ৭০০ কোটি টাকা সাহায্য করতে চেয়েছে ইউএই সরকার। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে স্বেচ্ছায় দেওয়া বিদেশি অনুদান নিতে কোনও অসুবিধা নেই। জাতীয় বিপর্যয় মোকাবিলা নীতিতেই একথা রয়েছে। তিনি জানিয়েছেন, এই নিয়ে কেন্দ্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় বসবে রাজ্য।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wrOa8j
August 23, 2018 at 11:59AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন