প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক কুলদীপ নায়ার

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক, লেখক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুলদীপ নাইয়ার। বুধবার রাত ১টা নাগাদ দিল্লিতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বুধবার রাত ১টা নাগাদ দিল্লিতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। পরিবারের তরফে জানানো হয়েছে বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বর্তমান পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন কুলদীপ নাইয়ার। লাহোর থেকে আইন নিয়ে পড়াশোনার পর দেশভাগের সময় তিনি চলে আসেন ভারতে। ১৯৯০ সালে ব্রিটেনের ভারতীয় দূতাবাসের হাই কমিশনার ছিলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সময়ে তিনি প্রেস ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করেছেন। দেশের বিভিন্ন সংবাদসংস্থা ও সংবাদমাধ্যমে তিনি কাজ করেছেন। সাংবাদিক হওয়ার পাশপাশি লেখক হিসেবেও বিখ্যাত ছিলেন তিনি। ১৫টি বই লিখেছেন কুলদীপ নাইয়ার। তাঁর মধ্যে সবচেয়ে বিখ্যাত ‘বিয়ন্ড দ্য লাইনস’ এবং ‘ইন্ডিয়া আফটার নেহরু’। তবে শুধু সাংবাদিক বা লেখক নন কুলদীপ নাইয়ার ছিলেন একজন সক্রিয় মানবাধিকার কর্মী। বর্ষীয়ান এই সাংবাদিকের মৃত্যুতে এ দিন টূইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Pvb1Zb

August 23, 2018 at 11:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top