অস্ত্রোপচারে শিশুর পেট থেকে বেরোল ২০৩টি কুলের বীজ, নাটবোল্ট

কলকাতা, ২৫ অগাস্টঃ অস্ত্রোপচারে ৪ বছরের শিশুর পেট থেকে বেরোল ২০৩টি কুলের বীজ ও একটি নাটবোল্ট। জীবন রুইদাস নামে শিশুটি বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন। সে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, জীবন হুগলির শ্যামবাজারের বাসিন্দা। পেটে ব্যথা হওয়ায় ১৪ অগাস্ট শিশুটিকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন তার বাবা-মা। প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসকরা বুঝতে পারেন যে শিশুটির পেটে শক্ত কিছু রয়েছে। এরপর তাকে ভরতি করে নেওয়া হয়। পরীক্ষনিরীক্ষা করার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। শনিবার অস্ত্রোপচার করে ১০ চিকিত্সকের দল।

শিশুটি এতগুলো কুলের বীজ খাওয়ায় অবাক চিকিৎসকরা। শিশুটি মানসিকভাবে সুস্থ নয় বলে মনে করছেন চিকিত্সকরা। তাই পুরোপুরি সুস্থ হওয়ার পর শিশুটিকে সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা হবে বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wdTJrj

August 25, 2018 at 07:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top