মুম্বাই, ১৫ আগস্ট- অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনেতা রণবীর সিংহের সঙ্গে আগামী ২০ নভেম্বর ইতালিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন দীপিকা। বিরাট এবং আনুশকার মতোই রাজকীয়ভাবে বিয়ে করবেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতালির লেক কোমোতে রূপকথার মতো বিয়ে পিঁড়িতে বসবেন রামলীলা। তবে সেই বিয়ে দেখার সুযোগ পাবেন মাত্র ৩০ জন। কারণ অতিথিদের তালিকায় থাকবেন শুধু পরিবারের লোকজনই। বিয়ে সম্পন্ন হওয়ার পর ঘটা করে রিসেপশন পার্টির আয়োজন করবেন তারা। মুম্বাইয়ে রিসেপশন পার্টিতে হাজির থাকবেন বলিউড তারকারা। কিন্তু বিয়ের জন্য কেন ইতালিকেই বেছে নিলেন দীপিকা-রণবীর? এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ইতালি দীপিকা ও রণবীর দুজনেরই পছন্দের। খুব ব্যক্তিগতভাবে তারা বিয়ে করতে চান। সে জন্যই সুদূর ইতালিকে বেছে নিয়েছেন তারা। সূত্র: এবেলা এমএ/ ১০:২২/ ১৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MnFMRb
August 16, 2018 at 04:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top