ইসলামাবাদ, ১৫ আগস্ট- পাকিস্তান ক্রিকেট উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখে সে দেশের ঘরোয়া টুর্নামেন্ট ডিপার্টমেন্টাল কাপ। অনেক বড় মাপের ক্রিকেটার বের হয়ে এসেছিল এই টুর্নামেন্টের মধ্য দিয়ে; কিন্তু সম্প্রতি এই টুর্নামেন্টটিই বন্ধ হয়ে যাওয়ার পথে। যে কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শপথ নিতে যাওয়া সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কাছে এই টুর্নামেন্টটা বন্ধ না করার অনুরোধ জানান বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদ। লাহোরে একটি ক্লাব ম্যাচ খেলতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরান খানের কাছে অনুরোধ জানিয়ে সরফরাজ আহমেদ বলেন, ইমরান খানের কাছে আমি অনুরোধ করতে চাই, ডিপার্টমেন্টাল ক্রিকেটটাকে যেন শেষ করে না দেয়া হয়। কারণ, এই টুর্নামেন্টটি পাকিস্তান ক্রিকেটের উন্নয়নে দারুণ ভূমিকা রাখে। সরফরাজ আহমেদ নিজে এই টুর্নামেন্ট খেলতে খেলতে উঠে এসেছেন বলে দাবি করেন। তিনি বলেন, আমি নিজেও প্রথমে আঞ্চিলিক এবং এরপর এই টুর্নামেন্ট খেলতে খেলতে উঠে এসেছি। কারণ, পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নে এই ডিপার্টমেন্টাল ক্রিকেট অনেক ভূমিকা রাখে। এক সময় তো ইমরান খানও ক্রিকেটে এই টুর্নামেন্ট খেলে উঠে এসেছেন। এভাবে ধারাবাহিকভাবেই পাকিস্তান ক্রিকেটে অবদান রেখেছে ডিপার্টমেন্টাল ক্রিকেট। এ কারণে, আমি তার কাছে অনুরোধ করছি এই টুর্নামেন্টটা যেন বন্ধ না করা হয়। একই সময়ে সাংবাদিকরা সরফরাজ আহমেদের কাছে জানতে চান, ভারতীয় ক্রিকেট বোর্ড এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচ বয়কট করার চিন্তা করছে, এ নিয়ে তার মন্তব্য কি? এ নিয়ে সরফরাজ বলেন, বিষয়টা সম্পর্কে আমার মোটেও কিছু জানা নেই। বরং, পাকিস্তান অধিনায়ক উল্লসিত, আরব আমিরাতের মাটিতে টুর্নামেন্ট খেলবে বলে। কারণ, সেখানে খেলার অর্থ নিজের দেশের মাটিতে খেলার সমান। আরব আমিরাত যে এখন তাদেরই হোম ভেন্যু! সরফরাজ বলেন, আমি জানি না ভারত কি এশিয়া কাপের সূচি বয়কট করার চিন্তা করছে কি-না। তবে এটা ঠিক, মানসিকভাবে আমরা ভারতের চেয়ে অনেক এগিয়ে। কারণ, আরব আমিরাত আমাদের হোম ভেন্যু। এ কারণে ভারতের চেয় আমরা ভালো অবস্থায় আছি। তবে একই সঙ্গে অভিজ্ঞতার দিক দিয়ে ভারতকেও এগিয়ে রাখলেন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, বিরাট কোহলির নেতৃত্বে অভিজ্ঞতায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর এশিয়া কাপে এটাই হবে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচ। সরফরাজ ওই ম্যাচ নিয়ে বলেন, আমি আশাবাদী, এটা দারুণ একটা ম্যাচ হবে। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম দুই দল একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/১৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P5WxPj
August 16, 2018 at 05:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top