ক্যানবেরা, ১৫ আগস্ট- বল টেম্পারিং বিতর্কে জড়িয়ে এক বছরের জন্য জাতীয় দল থেকে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া দলের দুই তারকা খেলোয়াড় স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার। এই এক বছরে কেলতে পারবেন না অস্ট্রেলিয়ার হয়ে কোন আন্তর্জাতিক ম্যাচ। তবে অনুমতি পেয়েছিলেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। এই এক বছরের নিষেধাজ্ঞা শিথিল হবার আগে চলতি বছরের ২২ সেপ্টেম্বর থেকে খেলতে পারবেন অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটে। এর মাঝে দুজনই খেলেছেন কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এরপর যোগ দিয়েছেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে। স্মিথ-ওয়ার্নার দুজনেই খেলছেন সেখানে। আগামী সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ। স্মিথ খেলবেন সাদারল্যান্ডের হয়ে। ওয়ার্নার খেলবেন রন্ডউইক পিটারশ্যামের হয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, আগামী মাস থেকে দেশের ক্লাব ক্রিকেট অর্থাৎ বিগ ব্যাশের মতো টুর্নামেন্টেও অংশ নিতে বাধা থাকবেনা স্মিথ-ওয়ার্নারের। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেকদের মতে, স্মিথ আর ওয়ার্নারের দেশের ক্লাব ক্রিকেটে ফেরার মাধ্যমে জাতীয় দলে ফেরার রাস্তাটা খুব সহজ দ্রুততম হবে। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/১৫ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2w4M9P2
August 16, 2018 at 05:46AM
15 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top