শিবগঞ্জে জামায়াত শিবিরের ১৭ নেতাকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ গৌড় পার্ক থেকে মঙ্গলবার পুলিশ জামায়াত শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে। বনভোজনের আড়ালে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার জালাল উদ্দিন (৫৬) ও আব্দুস সালাম (৩২) এবং ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকার শরিফুল ইসলাম (৫০), ইউসুফ আলি (২০), মজিবুর রহমান (৬২), হায়দার আলি (৩৮), মোহাম্মদ আলি মর্তুজা (৪০), নাইম আলি (৪০) ,  জালাল উদ্দিন (৩০) , তোবজুল ইসলাম (৫০) , হাবিবুর রহমান (৪৮) , নাসির উদ্দিন (২৪) , আতিকুল ইসলাম (২৫) , মনিরুল ইসলাম(৩০) , আলতাফুর রহমান (৪০) , বাইতুল্লাহ (৩০) ও হামজালা (৫৫)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজোলার একটি বেসরকারি সংস্থার বনভোজনের নামে নাশকতার উদ্দ্যেশে জামায়াত শিবির নেতাকর্মীরা একত্রিত হয়ে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে সোনামসজিদ গৌড়পার্কে অভিযান চালায় পুলিশ। এসময় গৌড়পার্কের ১ নম্বর পিকনিক স্পট থেকে ১৭ জনকে আটক করা হয়। তবে বেশ কয়েকজন জামায়াতের নেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সরে পড়েন।
পুলিশ জানায় আটককৃতদের বুধবার বিকেলে আদালতে সোপার্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৮-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2O44Dql

August 01, 2018 at 09:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top