শিলিগুড়ি, ১ অগাস্টঃ বুধবার দুপুরে পাগলাঝোরায় ধস নেমে ৫৫ নম্বর জাতীয় সড়ক বা হিলকার্ট রোড দিয়ে দার্জিলিংয়ের সঙ্গে শিলিগুড়ির সড়ক ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। টয়ট্রেনের লাইনও ধসের নীচে চলে যাওয়ায় এদিন কার্সিয়াংয়ে যেতে পারেনি টয়ট্রেন। পূর্ত দপ্তর এবং পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার মধ্যরাতে পাগলাঝোরায় বেশ কিছু জায়গায় ধস নেমেছিল। পাহাড়ের বড়ো পাথর এসে রাস্তায় পড়েছিল। খবর পেয়ে সকালেই পূর্ত দপ্তরের লোকজন এলাকার পাথর সরিয়ে রাস্তা যান চলাচলের জন্য খুলে দেয়। কিন্তু বেলা ১২টার পর ফের বড়ো বড়ো পাথর রাস্তায় এসে পড়তে শুরু করে। ৬০-৭০ কিলোমিটার রাস্তা পাথরে ঢেকে গিয়েছে। যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ছবিঃ সূত্রধর
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Awqzs1
August 01, 2018 at 09:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন